এখন বেশ ভালোই আছি,
কঠিন বাস্তবকে স্বীকার করে বাঁচতে শিখেছি।
আর পরোয়া করিনা পরিস্থিতির ভ্রুকুটি,
ভালোবাসার পিছুটানকে দিয়েছি ছুটি।
অভিজ্ঞতার শক্ত লাঠিতে ভর দিয়ে,
চলেছি জীবনের পিচ্ছিল পথে এগিয়ে।
মনে আজ দুঃসাহস আর বুকে দৃঢ় প্রত্যয়,
জয় করে ফেলেছি সকল প্রতিকূলতার ভয়।
যোগ-বিয়োগের অংকে হয়তো পেয়েছি শূণ্য,
জ্ঞানসমুদ্রের লোনাজলে আমার ভাঁড়ার আজ পূর্ণ।
অবিশ্বাসের দমকা হাওয়ার ঝাপটা উপেক্ষা করে,
বিশ্বাসের বহ্নিশিখা জ্বালিয়ে রেখেছি দুহাতের ভিতরে।
সারা শরীরে মেখে রেখেছি সততার আতর,
আঘাতের পর আঘাতে হয়েছি জমে পাথর।