এক যে ছিল বাবামায়ের একান্ত বাধ্য ছেলে,
সে চলতো অতি সাবধানে মাটিতে পা ফেলে।
তার চোখে ছিল মেলার সস্তা স্বপ্নের সানগ্লাস।
এক কথায় সোজাসাপ্টা লোয়ার মিডলক্লাস।
সে ছিল লম্বা, পরনে কালো প্যান্ট-সাদা শার্ট;
অনুসরণ করতো বিধিনিষেধের সিডিউল চার্ট।
বাবার কোলে চড়ে সে নার্সারি স্কুলে ভিড়ল,
মায়ের হাত ধরে সে ছুটির পর বাড়ি ফিরল।
তারুণ্যের উচ্ছ্বাসে বদলালো তার জীবনের ফ্রেম,
পড়াশুনার ফাঁকে ফাঁকে তার বুকে জন্মালো প্রেম।
মনে ছিল তার অজস্র কৌতূহল-জিজ্ঞাসা-ভয়,
কখনো সে দেয়নি নিজের ভালবাসার পরিচয়।
ঘরবন্দী থেকেই সে করতো তার দিনরাত্রি যাপন,
একদিন করলো বহু প্রতীক্ষিত যৌবনে পদার্পণ।
মালাবদল করে যেই না পড়ল সে সাতপাকে বাঁধা,
তার জীবনটা হয়ে গেল এক দিশাহীন গোলকধাঁধা।
সংসারের অসারবত্তার মায়াজালে আষ্টপৃষ্ঠ জড়িয়ে,
সে ছেলে আজ হারিয়ে গেছে চোখের জল ঝরিয়ে।
পত্রিকা খুলে শুধু পড়েছে রাজনীতি আর খেলার খবর সবাই,
এই বিজ্ঞাপন কি চোখে পড়েছে "একটি ছেলের সন্ধান চাই।"