বর্ষার দুর্দিন চলে যাবে, শরতের সুদিন আসবে;
নদীতীরে কাশফুল ফুটবে, সুজন মাঝির পরাণ জুড়াবে;
শিশির বিন্দু ঝরবে, শিউলির কুঁড়ি ভিজবে;
ধানক্ষেতে যৌবনের ছোঁয়া লাগবে, সবুজের সমারোহ হবে;
নীল আকাশে সাদা তুলোর মেঘ ভাসবে, সূর্যিমামা মুচকি হাসবে;
মনে রামধনুর রঙ লাগবে, টুকটুকে রঙীন হবে;
বাজার-হাট জমবে, খদ্দেরদের ভিড় জুটবে;
কুমোরের হাত দিনরাত চলবে, মৃন্ময়ী চিন্ময়ী হয়ে উঠবে;
কৈলাস এক্সপ্রেস ছাড়বে, সময়মত মর্ত্যে পৌঁছবে;
কার্টেনরেইজারের কাউন্টডাউন শুরু হবে, প্রতীক্ষার শেষ হবে;
শারদীয়া সংখ্যা প্রকাশিত হবে, গরম গরম বিক্রিও হবে;
পূজামন্ডপ তৈরী হবে, আমার আগরতলা মন্দির নগরী হবে;
মহালয়ায় পিতৃপক্ষের অবসান ঘটবে, দেবীপক্ষের সূচণা হবে;
আলোর বন্যা বইবে, মোদের জীবনের সব আঁধার দূর হবে;
ঢাকে আর কাঁসরে যুগলবন্দী করবে, ধুনুচি নাচ হবে;
ভোগের নৈবেদ্য সাজবে, অঞ্জলি-হোম-আরতি হবে;
সাংস্কৃতিক সন্ধ্যার আসর হবে, অপসংস্কৃতির বিনাশ হবে;
হেঁসেলে রকমারী রান্না হবে, জিভে জল চলে আসবে;
পূজোর ভিড়ে কারোর ছোঁয়া লাগবে, রাতের ঘুম উড়ে যাবে;
বল না মা তুই আসবি তো ?