বিবাহ যদি হয় একটি ক্রিয়া,
পরকীয়া সমান আর বিপরীত প্রতিক্রিয়া।
পরকীয়া ভালোবাসার ক্ষতস্থানে লাগানো মলম,
বিবাহের বৃক্ষে করা গুটি কলম।
বিবাহটা যখন একটা দুরারোগ্য ব্যাধি,
তখন প্রয়োজন হয় পরকীয়ার ঔষধি।
বিবাহটা যখন মনে হয় বোঝা,
তখন উপায় পরকীয়ার বিকল্প খোঁজা।
দাম্পত্য যখন হয়ে উঠে দুর্বিষহ,
তখন হৃদয়ে জাগে পরকীয়ার মোহ।
সংসারের সমঝোতা এক্সপ্রেস যখন বন্ধ,
তখন মনে জন্মায় পরকীয়ার ছন্দ।
পরকীয়া একটা নিষিদ্ধ সুখের অভিজ্ঞতা,
যাকে নিয়ে কবিরাও লেখেন কবিতা।
পরকীয়া পরের প্রেমে পতিত হওয়া,
যেন মনের মল্লিকা বনের মৃগয়া।
ভেঙে ফেলে গার্হস্থ্য হিংসার জেলখানা,
পরকীয়ায় মেতে উঠতে নেই মানা।
পরকীয়া জীবনে আনে বসন্তের বাহার,
রুপ,রস আর গন্ধের সমাহার।
পরকীয়া বৈধ থেকে অবৈধে উত্তরণ,
একঘেয়ে জীবনে আনে রোমাঞ্চকর শিহরণ।
পরকীয়া একটা অপূর্ব আনন্দের অনুভূতি,
যার জন্য লাগে না অনুমতি।
পরকীয়া হলো শেষ রাতের স্বপন,
যা বাস্তবের মাটিতে হয় বপন।
পরকীয়া অন্তরের একটা সুপ্ত অভিলাষা,
যা দূর করে একাকীত্বের হতাশা।
পরকীয়া বিরহের আগুনে পুড়ে ছারখার,
বিবাহিত পুরুষ আর মহিলার অভিসার।
তাই পেরিয়ে বিবাহের বিধিনিষেধের গণ্ডি,
মানুষ আরোহণ করে পরকীয়ার পাকদন্ডী।