যেদিন প্রথম তুমি এসে চাইলে চানাচুর,
আমি গলে হয়ে গেলাম একদম চিটাগুড়।
যখন তুমি এসে চাইতে ব্রিটানিয়া বিস্কুট,
ভাবতাম তোমার হাতে দিতে প্রেমের চিরকুট।
একদিন তুমি এসে চাইলে ক্যাডবেরি চকলেট,
আমি ভুলে তোমায় দিয়ে দিলাম কোলগেট।
তোমাকে দেখে আনন্দে হয়ে আত্মহারা,
কত যে দাঁড়িপাল্লায় চাপিয়েছি ভুল বাটখারা।
তোমায় বাছাই করে দিতে গিয়ে আলু,
কতই যে ছুঁয়েছি তোমার হাতের তালু।
যখন ঝুড়ি থেকে ঝুঁকে কিনতে পেঁয়াজ,
দেখা যেত তোমার বিশাল স্তনযুগলের খাঁজ।
তোমায় দিতে গিয়ে এক বস্তা চাল,
তোমার উপরে পড়ে গিয়েছিলাম হয়ে বেসামাল।
একবার দেখলে তোমার খোলা লম্বা চুল,
আমার হিসাব করতে হয়ে যেত ভুল।
তোমার মুখে শুনতে নিজের প্রতি সুনাম,
তোমার কাছে রাখতাম জিনিসের কম দাম।
যখন থাকতো না তোমার ফর্দের সদাই,
খুব কষ্ট করে বলতে হতো নাই।
সেদিন কিছুতেই বুঝতে পারিনি তোমার ফন্দি,
৫০০ টাকার বান্ডিল গছালে যেদিন নোটবন্দী।
তোমার প্রেম আজ নগদ কাল বাকি,
আমার মন কিনে মূল্য দিলে ফাঁকি।
নিজের পায়ে দাঁড়াতে খুলে পিরিতির দোকান,
দেউলিয়া হয়ে গেলাম বহন করে লোকসান।