নববর্ষ এলে পুরানো বছর নেয় বিদায়,
যেন শুরু হয় এক নতুন অধ্যায়।
নববর্ষ এলে সম্পাদিত হয় নতুন চুক্তি,
যেন চাকুরীতে নতুন করে হয় নিযুক্তি।
নববর্ষ এলে পরিধান করি নতুন পোশাক,
যেন সারা শরীরে একটা নতুনত্বের ছাপ।
নববর্ষ এলে মরা গাঙে উঠে ঢেউ,
যেন একঘেয়ে জীবনে আসে নতুন কেউ।
নববর্ষ এলে উড়ু উড়ু করে মনটা,
যেন নববধূ খুলে তার লজ্জার ঘোমটা।
নববর্ষ এলে নতুন করে জাগে আশা,
যেন পাই সত্যিকারের প্রেম আর ভালোবাসা।
নববর্ষ এলে মৃত সম্পর্ককে দিলে মাটিচাপা,
যেন ঘুরে যায় আমার ভাগ্যের চাকা।
নববর্ষ এলে মন্দিরে মন্দিরে ভীষণ ভিড়,
যেন পুণ্য অর্জনের নেশায় সবাই অস্থির।
নববর্ষ এলে আয়োজিত হয় বৈশাখী মেলা,
যেন বাড়ি ফিরতে ফুরিয়ে যায় বেলা।
নববর্ষ এলে কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া,
যেন স্বাদ আর গন্ধে হারিয়ে যাওয়া।
নববর্ষ এলে সবাই করি মিষ্টি মুখ,
যেন দূর হয়ে যায় সব অসুখ-বিসুখ।
নববর্ষ এলে বড়দের স্পর্শ করে চরণ,
যেন বিনা পরিশ্রমেই হয় অর্থ উপার্জন।