তুমিও বিবাহিতা আমিও বিবাহিত,
দু'জনের মাঝে কেন দূরত্ব?
তুমিও তৃষ্ণার্ত আমিও তৃষ্ণার্ত,
চলো ভুলি দু'জনের দাম্পত্য।
একে অপরের প্রতি ভালোবাসা,
সৃষ্টি করে ত্বকের পিপাসা।
পরস্পরকে করে গভীরভাবে আলিঙ্গন,
আরম্ভ হোক ত্বকের কথোপকথন।
ঠোঁটে ঠোঁটে করে চুম্বন,
শুরু হোক মধুর মিলন।
যখন মোরা করবো শৃঙ্গার,
উভয়ের মুখে অস্ফুট শীৎকার।
আমি যুবক তুমি যুবতী,
তখন আর কিসের অনুমতি?
বৃষ্টি পড়ছে টাপুর টুপুর,
তোমার উপর আমি উপুড়।
কামনাকে না করে দমন,
রাতভর করবো রোমহর্ষক রমণ।
সম্পন্ন করে ত্বকের ঘর্ষণ,
বাসনার বেগ করবো প্রশমন।
দু'জনের চোখে আদিম লালসা,
যার নাম নিষিদ্ধ ভালোবাসা।