মন তোকে আজ দিলাম ছুটি,
ধরবো না তোর চুলের মুঠি।
শীতের প্রাক্কালে এই বিদায়ী হেমন্তে,
তুই মিশে যা গোধূলির দিগন্তে।
আপন ভেবে যাকেই দিয়েছি তোকে,
ভেঙে চুরমার করেছে সেইসব লোকে।
তোর ভাঙা টুকরাগুলিকে দিয়ে জোড়া,
তুই হয়ে যা পক্ষীরাজ ঘোড়া।
এই স্বার্থপর দুনিয়া থেকে দূরে,
রূপকথার জগত থেকে আয় ঘুরে।
সব বাধা বিপত্তি দূর করে,
তুই ডানা মেলে যা উড়ে।
তুই ঘুড়ির মতো হয়ে ভোকাট্টা,
অসীম আকাশে হয়ে যা বেপাত্তা।
মেঘের ভেলায় ভেসে ভবঘুরের বেশে,
তুই হারিয়ে যা নিরুদ্দেশের দেশে।
প্রকাশিত হলে তোর নিখোঁজ সংবাদ,
তুই উপভোগ করিস মুক্তির স্বাদ।
বুঝবি কে পর কে আপন,
যদি কেউ করে তোর স্মৃতিচারণ।