হে পথে দেখা অচেনা সুন্দরী,
তোমার প্রতিবিম্ব অক্ষিপটে ধারণ করি।
যখন দাঁড়িয়ে থাকি রাস্তার মোড়ে,
তুমি তখন যাও অটোরিকশায় চড়ে।
তোমার ঐ নিষ্পলক নয়নের চাহনি,
সময়কে যেন থামিয়ে দেয় তখনি।
কোথায় থাকো,কি তোমার নাম?
তোমার ঐ ভুবনমোহিনী রূপ নয়নাভিরাম।
ক্ষমা করে দিও আমার ধৃষ্টতা,
যদি হানি হয় তোমার শ্লীলতা।
আমি দিতে চাই নিজেকে সঁপে।
তোমার ঐ পটলচেরা চোখের ঘেরাটোপে।
নিক্ষেপ করে তোমার মায়াবী দৃষ্টি,
আমার হৃদয়ে কর পূর্বরাগ সৃষ্টি।
চালিয়ে তোমার তীক্ষ্ণ নেত্র বাণ,
তুমি কেড়ে নাও আমার প্রাণ।
আমি তখন হয়ে তোমার নজরবন্দী,
সাদা রুমাল নেড়ে করি সন্ধি।
তুমি কুমারী আর আমি বিবাহিত,
দাম্পত্যের কবরে থাকি সদা সমাহিত।
তোমার চুলের ঐ শূন্য সিঁথি,
সিঁদুরে রাঙাতে আমার নেই অনুমতি।
তোমাকে প্রেম নিবেদন করতে মানা,
গ্রহণ করো আমার নজরের নজরানা।