হে নারী, তুমি কবে ছিলে কার?
তোমার জন্য পুরুষের জীবন হয়েছে ছারখার।
তুমি ছিলে শিবের অর্ধাঙ্গিনী দেবী সতী,
স্বামীর অবাধ্য হয়ে দক্ষযজ্ঞে দিলে আত্মাহুতি।
তুমি ছিলে রাজা দশরথের রানী কৈকেয়ী,
স্বামীর মৃত্যুর জন্য তোমার জেদ দায়ী।
তুমি ছিলে শ্রী রামচন্দ্রের সহধর্মিণী সীতা,
সোনার হরিণের বায়না করে হলে অপহৃতা।
তুমি ছিলে মহাভারতের পঞ্চপান্ডব পত্নী দ্রৌপদী,
ইন্দ্রপ্রস্থে দুর্যোধনকে অপমান না করতে যদি।
তুমি ছিলে দৈত্যরাজ বাণাসুরের কন্যা ঊষা,
প্রেমে পড়ে ভুলে গেলে পিতার ভালোবাসা।
তুমি ছিলে বাইবেলের আদমের স্ত্রী হবা,
লোভ করে স্বর্গ থেকে হলে নির্বাসিতা।
তুমি ছিলে মহাবীর স্যামসনের প্রেমিকা ডেলিলা,
বেচারা কিছুতেই বুঝতে পারেনি তোমার ছলাকলা।
তুমি ছিলে সম্রাট জুলিয়াস সিজারের ক্লিওপেট্রা,
শিখিয়ে গেলে কিভাবে করতে হয় বহুগামিতা।