কে বলে নিঃসঙ্গতা শুধুই খারাপ হয়,
আসুন নিঃসঙ্গদের সঙ্গে করিয়ে দিই পরিচয়।
নিঃসঙ্গ তো গণিত শাস্ত্রের সংখ্যা শূন্য,
যার পেছনে বসে তাকে করে সম্পূর্ণ।
নিঃসঙ্গ তো জঙ্গলের রাজা সিংহও হয়,
কিন্তু সকল পশুরা তাকে পায় ভয়।
নিঃসঙ্গ তো দুপুর বেলার ভাস্বর সূর্য,
তার তেজের জন্য সবার কাছে পূজ্য।
নিঃসঙ্গ তো নিশুতি রাতের আকাশের চাঁদ,
তার মায়াবী আলোর জন্য পায় সাধুবাদ।
নিঃসঙ্গ তো সাধক আর উপাসকও হয়,
একদিন ঈশ্বর দর্শন পায় সে নিশ্চয়।
নিঃসঙ্গ তো সেই সকল পুরুষও হয়,
নারীর বশ্যতা স্বীকার যাদের স্বভাব নয়।
নিঃসঙ্গ তো জগতে সৎ লোকও হয়,
কিন্তু একদিন তার সততার হয় জয়।
নিঃসঙ্গ তো অন্যায়ের প্রতিবাদী লোকও হয়,
কারণ অন্যায়কারীকে সে কখনো দেয়না প্রশ্রয়।
নিঃসঙ্গ তো কবি আর লেখকও হয়,
নিঃসঙ্গতায়ই তার মনে সাহিত্যের হয় উদয়।
নিঃসঙ্গ তো গবেষক আর বিজ্ঞানীও হয়,
একদিন পুরস্কৃত হয় তার গবেষণা-আবিষ্কারের বিষয়।
নিঃসঙ্গ তো সেই সকল ভাস্করও হয়,
যার হাতুড়ির আঘাতে পাথর হয় ক্ষয়।
নিঃসঙ্গ তো একতারার সেই তারও হয়,
বাজালে মনে হয় বিরহের কথা কয়।
নিঃসঙ্গ তো পল্লীগ্রামের সেই বাউলও হয়,
যার গান শুনলে মনুষ্যত্বের হয় উদয়।