শীতের সকালের কুয়াশার আস্তরণ,
দেহমনে জাগায় ঠান্ডা শিহরণ।
যেন কোন গ্রাম্য নবোঢ়া,
সিঁথিতে সিঁদুর পরে চওড়া।
সরিয়ে তার মুখের ঘোমটা,
দেখায় সূর্যের মতো মুখটা।
শিশির ভেজা তার শরীর,
কুমারীত্বহানির ব্যথায় আনন্দে অধীর।
গাছতলায় শিউলি ফুল কুড়িয়ে,
সে হাঁটে খুঁড়িয়ে খুঁড়িয়ে।
গায়ে মেখে সোনালী রোদ,
স্ত্রীর স্বীকৃতিতে করে গর্ববোধ।
পান করে খেজুরের রস,
তার জিহ্বা হয় অবশ।
জ্বাল দিয়ে নলেন গুড়,
খালি গলায় তুলে সুর।
মাটির উনুনে রান্না বসায়,
দুই হাতে আগুন পোহায়।
থালে ভাত তরকারি বেড়ে,
স্বামীকে খাইয়ে বিদায় করে।
নিজে জলপাইর আচার খায়,
অচিরেই খুশির খবর শোনায়।