পথের নিঃস্তব্ধতা ভেদ করে যখন অ্যাম্বুলেন্সের ধ্বনি,
জীবনের আঙিনায় দেখা দেয় ঘোর অনিশ্চয়তার অশনি।
অন্তরের আশঙ্কার বুদবুদ যখন বের হয়ে বলে কথা,
ভগ্নহ্রদয়ের অলিন্দ-নিলয়ে জন্মায় আমার আশালতা।
এই মানবদেহ আজ ভারাক্রান্ত আর মন বিক্ষিপ্ত-বিমর্ষ,
আমাকে তাই বুকে জড়িয়ে ধরেছে তার সূক্ষ্ম আকর্ষ।
সে একদিন বাড়বে রোদে আবার দুলবে বাতাসে,
মহামারী জয় করে মাথা তুলে দাঁড়াবে সুনীল আকাশে।
সেদিন তার ডালে ডালে ফুটবে মনোরম বাহারি ফুল,
বাঁধনহারা উচ্ছ্বাসে শিহরিত হবে তার পাতা-কান্ড-মূল।
শাখা-প্রশাখায় ধরবে থোকা থোকা ধৈর্য্যের সুমিষ্ট ফল,
তখন সে ভুলে যাবে তার সুদীর্ঘ যাত্রাপথের ধকল।
আমার আশালতা টেনে ধরুক সমস্ত দুঃশ্চিন্তার রাশ,
আরোগ্যের অঙ্গীকার নিয়ে আসুক চোদ্দশো সাতাশ।
অবশেষে জানাই বিধাতার রাতুল চরণে আমার দন্ডবৎ,
হর্ষোল্লাসের মাঝে বেজে উঠুক নববর্ষের নহবত।