যদি পিঠে উঠে ঘামাচি,
ক্যান্ডিড পাউডার মাখতে ভালোবাসি।
যদি শরীরের কোথাও কেটে যায়,
বোরোলিন ছাড়া নেই উপায়।
যদি আগুনে পুড়ে যায় ত্বক,
বার্নল লাগানো তখন সার্থক।
যদি বমি বমি ভাব হয় যাত্রাপথে,
এভোমিন খেয়ে নিই সাথে সাথে।
যদি হয় গ্যাস আর অম্বল,
খালি পেটে খেয়ে ফেলি প্যানটোপ্রাজল।
যদি হয়ে যায় বদহজম,
ডাইজিন খেলে পাই উপশম।
যদি কৃমি করে সন্ত্রাস,
অ্যালবেনডাজল খেয়ে করি বিনাশ।
যদি পেটব্যথায় না পাই আরাম,
বাধ্য হয়ে খেতে হয় সাইক্লোপাম।
যদি হয় পাতলা পায়খানা,
এন্টারোকুইনল খাই একখানা।
যদি হয় সর্দি আর হাঁচি,
সেট্রিজিন খেয়ে কোনমতে বাঁচি।
যদি হয় জ্বর আর গায়ে ব্যথা,
প্যারাসিটামলই তখন শেষ কথা।
যদি মাথা করে টনটন,
জল দিয়ে গিলি সেরিডন।
যদি ঘুম আসে না চোখে,
আলপ্রাজোলাম দিই মুখে।
যদি কোন রোগ না হয় ঠিক,
প্রয়োগ করতে হয় অ্যান্টিবায়োটিক।
শুধু জানিনা একটা জিনিসই,
মন খারাপের ঔষধ কি?