মেঘের স্নেহধন্য হে মেঘ বালিকা,
তুমি বৃষ্টিপাতের নাট্যমঞ্চের মুখ্য সঞ্চালিকা।
মাইকে তোমার ঘোষণা বাজে যখন,
বজ্রপাতের শব্দ শোনা যায় তখন।
তোমার পটলচেরা চোখের কাজলের কালিমা,
ঢেকে দেয় সুনীল গগনের নীলিমা।
কন্ঠে ধারণ করে বলাকার হার,
তুমি দার্শনিকের বুক করো ছারখার।
জানি তোমার হৃদয় ভীষণ দরাজ,
তাই তুমি দেখাও স্তনের খাঁজ।
তুমি আকাশের ক্যানভাসে আঁকো ছবি,
তোমায় দেখে আমি হয়েছি কবি।
সূর্যের তাপপ্রবাহে চারিদিকে যখন হাহাকার,
তুমি ছড়াও শাড়ির আঁচল তোমার।
যখন তুমি নাড়ো তোমার নূপুর,
বৃষ্টির ফোঁটা পরে টাপুর টুপুর।
দেখে তোমার ওই সিক্ত শরীর,
আমি হয়ে উঠি কামোত্তেজনায় অধীর।
হঠাৎ যখন থেমে যায় বৃষ্টি,
তুমি করো বাহারি রামধনুর সৃষ্টি।