কোথাও উত্তুঙ্গ পর্বত শিখর, কোথাও বিরান রেগিস্তান;
ভোরের প্রথম আলোয় পাখা মেলে তোরা ভরিস উড়ান।
সুদীর্ঘ যাত্রাপথের কোন এক অচেনা প্রান্তে,
কাউকে কি কখনো মন দিয়েছিস নিজের অজান্তে ?
তোদেরও কি করেছে দাম্পত্যের দুর্ভাগ্য তাড়া?
যে কারণে আজ তোরা সংসার সুখ হারা।
মায়া-মমতার সকল পিছুটান ছাড়ি,
দিয়েছিস বুঝি অজানা সফরে পাড়ি।
কালো মেঘের বুক চিরে তোদের নির্গমন,
কোন বাধাই যে পারেনা রুখতে তোদের অগ্রগমন।
হে মেঘ বলাকা,
তোরাও কি সবাই আমার মত একা?
আমাকেও তোদের সঙ্গে করে নিয়ে যা উড়িয়ে,
আমি যে পালাতে চাই এই গার্হস্থ্যের জতুগৃহ পুড়িয়ে।
ভাই, আমাকে ধার দিবি তোদের ঐ মুক্ত ডানা?
একবার বেঁচেই দেখিনা মোর তুচ্ছ এই জীবনখানা।