হে নাম না জানা অচেনা রূপসী,
তোমার সৌন্দর্য আস্বাদনে রেখো না উপোসি।
এক পলক দেখে তোমার উজ্জ্বল ত্বক,
আমার দুই চোখ হয়ে উঠেছে সার্থক।
তোমার মুখমন্ডলের উপর ওই পুরু ফাউন্ডেশন,
যেন ছবির উপর করা বোর্ড লেমিনেশন।
তোমার ওই ভুবন মোহিনী যৌবনের তারুণ্য,
আমাকে করেছে তোমার সামনে একেবারে হীনমন্য।
মাথা থেকে পা পর্যন্ত তোমার শৃঙ্গার,
আমার হৃদয় বীণায় তুলেছে সুরের ঝংকার।
তোমার ঐ চোখ ধাঁধানো রূপের লাবণ্য,
আমাকে করেছে যেন আফিমের নেশায় আচ্ছন্ন।
তোমাকে একদৃষ্টিতে তাকানো সমীচীন নয় জানি,
এতে যদি হয়ে যায় তোমার শ্লীলতাহানি!
তুমি দেবী না মানবী-আমার দ্বন্দ্ব,
তোমার মায়াবী সম্মোহনে আমি হলাম অন্ধ।
হঠাৎ যখন হলো এক পশলা বৃষ্টি,
আমি ফিরে পেলাম আমার হারানো দৃষ্টি।
বৃষ্টির জলে ধুয়ে গেলো তোমার মেকআপ,
তোমার সঙ্গে আমার হয়ে গেলো ব্রেকআপ।