শরতের বার্তা নিয়ে এসেছে ভাদ্র,
কিন্তু তার দু'চোখ অশ্রুতে আর্দ্র।
বৃষ্টির জল একসময় শুকিয়ে যাবে,
কিন্তু তিলোত্তমা কি ফিরে আসবে?!
মেয়েটি অনলাইনে পুজোর শপিং করতো,
ডেলিভারি বয় এসে তাকে খুঁজতো।
কলেজের হোস্টেল থেকে বেরিয়ে এসে,
সে পার্সেল নিয়ে যেতো হেসে।
দেবীপক্ষের শুরুতে এবার মহালয়ার ভোরে,
সে হাঁটতো বয়ফ্রেন্ডের হাত ধরে।
নতুন সালোয়ার আর নতুন স্যান্ডেলে,
সে ঘুরে বেড়াতো পঞ্চমীর প্যান্ডেলে।
কিন্তু হঠাৎ ঘটে গেলো অঘটন,
যেন দেবী দুর্গার অকাল বিসর্জন।
তার আসল নাম মৌমিতা দেবনাথ,
সে বাঁচার জন্য করেছিলো আর্তনাদ।
পেলে ক্ষতিপূরণ দশ লক্ষ টাকা,
মা-বাবা পাবে না তাদের মেয়েটা।
তারা বলছে তাকে জানিয়ে বিদায়,
"মাগো তিলোত্তমা রূপ ধরে আয়।"