গতকাল হওয়া বন্যার জলে পড়েছে টান,
ধরা পড়ছে পুকুর পালানো মৎস্য সন্তান।
কেনার আশা বুকে নিয়ে গিয়েছিলাম বাজারে,
দেখলাম প্রতি কেজি বিক্রি হচ্ছে হাজারে।
অবশেষে খালি ব্যাগ হাতে ব্যর্থ মনোরথে,
ফিরে চলে এলাম আবার বাড়ির পথে।
নিম্নবিত্ত মাছ ধরে উচ্চবিত্ত কিনে খায়,
সে-ই মধ্যবিত্ত যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়।
উচ্চবিত্তের বাড়ির ভিটা থাকে সবসময় উঁচু,
বন্যার জল কখনো নেয়না তাদের পিছু।
নিম্নবিত্ত আশ্রয় নেয় স্কুলের শরণার্থী শিবিরে,
জল নামলে চলে যায় ঘরে ফিরে।
বালতি দিয়ে সেচে উঠানের জল নিত্য,
সে আর কেউ নয় বেচারা মধ্যবিত্ত।
নিম্নবিত্তের জন্য রেশনে আসে চিড়া গুড়,
যার থেকে মধ্যবিত্তকে রাখা হয় দূর।
উচ্চবিত্ত সবকিছু কিনে নেয় বেশি দামে,
মধ্যবিত্ত বসে থাকে কখন দাম কমে।
সাধ আর সাধ্যের মধ্যে অসম লড়াই,
মধ্যবিত্তের থেকে কে বেশি লড়ে ভাই?