অন্যবার এতক্ষণে পুরোদমে হত পিতৃপক্ষের তর্পণ,
পূর্বপুরুষের উদ্দেশ্যে তিল-তুলসীর শ্রদ্ধার্ঘ্য অর্পণ।
কিন্তু এবার করোনার ভয় মানুষকে ঘাটে আনেনা,
মা তবু মন মানেনা।
অন্যবার এতক্ষণে দূরদর্শন ছেড়ে ধরতাম আকাশবাণী,
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে যে শুনতে হবে মহিষাসুরমর্দিনী।
কিন্তু এবার মহালয়ার প্রাতঃভ্রমণ কাউকে পথে টানেনা।
মা তবু মন মানেনা।
অন্যবার এতক্ষণে মৃৎশিল্পী মূর্তি গড়তো করে মেহনত,
ঢাকী ঢাক বানাতো উজাড় করে দিয়ে নিজের সব তাকত।
কিন্তু এবার তার হাতের কাঠি আর ঢাকে আঘাত হানেনা,
মা তবু মন মানেনা।
অন্যবার এতক্ষণে স্থির হয়ে যেতো ক্লাবের পূজোর বাজেট,
অষ্টমীতে অন্নভোগ ও নবমীতে খিচুড়ি সঙ্গে নিরামিষ ঘেঁট।
কিন্তু এবার চাঁদার টাকা কিভাবে উঠবে কেউ তা জানেনা,
মা তবু মন মানেনা।