লতা টান দিলে ছিঁড়ে যায় পাতা,
তবুও দু'জনের মধ্যে হয় না কথা।
অলস লতা কখনো করে না বাজার,
পাতা সূর্যের ফোটন কণা নেয় ধার।
লতার যখন উপরে উঠতে শক্তির দরকার,
তখন পাতা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় বানায় খাবার।
লতা যখন অবলম্বন খুঁজতে প্রচন্ড মরিয়া,
তখন পাতা পিঁপড়ের সঙ্গে করে পরকীয়া।
একদিন লতার মাথায় যখন আসে কুঁড়ি,
প্রজাপতি এসে করে তার পরাগরেণু চুরি।
তারপর সৌন্দর্য ছড়িয়ে যখন ফুটে ফুল,
লতাপাতা উভয়ের হৃদয় হয়ে ওঠে ব্যাকুল।
ফুলের পাপড়ি ঝরিয়ে যখন ধরে ফল,
তখন লতাপাতার সংসার হয় সম্পূর্ণ সফল।