আমার শরীরে কাঁটা,শীতে আসে ফুল;
সুস্বাদু আর রসাল ফল-আমি কুল।
শহরকে বিদায় জানিয়ে গেলে কোন গ্রামে,
ভালোবেসে সবাই ডাকে আমাকে 'বরই' নামে।
আমি কাঁচা থাকতে টক,পাকলে মিষ্টি;
তাই আমার দিকে থাকতো সবার কুদৃষ্টি।
কেউ আমায় বাঁশ দিয়ে খোঁচা মারতো,
কেউ আবার ঢিল ছুঁড়ে আমায় পাড়তো।
কেউ আমার গাছ ধরে দিতো নাড়া,
কেউ দিতো মালিক আসে কিনা পাহারা।
আমার জন্য কোন আইন নেই জানি,
তাই সবাই আমায় মেখে করতো শ্লীলতাহানি।
আমার ভর্তা কেমন বলবো কি আর,
কেউ আবার খেতো বানিয়ে আমার আচার।
প্রহর গুনতাম কখন আসবেন দেবী সরস্বতী,
নিষেধাজ্ঞা তুলে নিয়ে দেবেন আমায় স্বীকৃতি।
কিন্তু আজকাল কোথায় হারিয়ে গেছে সব?
দেখলাম মোবাইলের নেশায় মেতে উঠেছে শৈশব।