হে প্রেম, তুমি আজ কোথায় হারিয়ে গেলে?
বর্ষাতি গায়ে দিয়ে বর্ষনমুখর শেষ বিকেলে।
মন্দিরের ভোগের লম্বা লাইনে যখন দাঁড়াই,
পান্ডাদের আচরণের মাঝে কোথাও প্রেম নাই।
ক্যাফেটেরিয়ার ফাস্টফুড যখন চেটেপুটে খাই,
বিলের জিএসটির মাঝে কোথাও প্রেম নাই।
মৃগনয়নীর চকিত চাহনিতে যখন তাকাই,
তার উদাসীনতার মাঝে কোথাও প্রেম নাই।
কোন যুবতীর যৌবনে যখন মন্ত্রমুগ্ধ হয়ে যাই,
তার লজ্জা সংবরণের মাঝে কোথাও প্রেম নাই।
ফেইসবুকে তোমায় যখন ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাই,
তোমার প্রত্যাখ্যানের মাঝে কোথাও প্রেম নাই।
স্ত্রীর সিঁথিতে যখন নিজের নাম খুঁজে বেড়াই,
লিকুইড সিঁদুরের মাঝে কোথাও প্রেম নাই।