আমি কি করবো এমন সত্য দিয়ে?
যে সত্য আমাকে অস্বীকার করতে হয়।
আমি কি করবো এমন সুখ দিয়ে?
যে সুখ আমার অসুখের কারণ হয়।
আমি কি করবো এমন আশা দিয়ে?
যে আশা আমার হতাশায় পর্যবসিত হয়।
আমি কি করবো এমন ভালোবাসা দিয়ে?
যে ভালোবাসা বিশ্বাসঘাতকতা থেকে শুরু হয়।
আমি কি করবো এমন সম্পর্ক দিয়ে?
যে সম্পর্কের বোঝা আমাকে বইতে হয়।
আমি কি করবো এমন আলোচনা দিয়ে?
যে আলোচনা আমার সমালোচনায় পরিণত হয়।
আমি কি করবো আমার উন্মাদনা দিয়ে?
যে উন্মাদনায় আমায় উন্মাদ হতে হয়।
আমি কি করবো এমন চেতনা দিয়ে?
যে চেতনায় আমায় অচেতন হতে হয়।
আমি কি করবো এমন বাস্তবতা দিয়ে?
যার উপর আমাকে আছড়ে পড়তে হয়।
আমার সব আঘাতের জন্য একটাই মলম,
সেটা আর কিছুই নয়-কল্পনার ফ্লোরোফর্ম।