বাস্তব জীবনে যখনই দুঃখ পেতাম,
আমি কল্পনার জগতে হারিয়ে যেতাম।
দূর করতে গিয়ে একাকীত্বের বিরহ,
আমি করেছিলাম কবিতার সঙ্গে বিবাহ।
কলমের কালিতে তার সিঁথি ভরেছি,
ছন্দের আনন্দে তাকে জড়িয়ে ধরেছি।
তার খোঁপায় কত ফুল গুঁজেছি,
তার আঁচলে কত মুখ মুছেছি।
তাকে নিয়ে কত রাত জেগেছি,
তাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি।
তার মধ্যে নিজেকে করে উজাড়,
এত বছর করেছি সুখে সংসার।
গার্হস্থ্য হচ্ছে একটা পারস্পরিক বোঝাপড়া,
একদিকে ভাঙা আর আরেকদিকে গড়া।
একদিন বুঝলাম বয়সটা যতই বাড়ছে,
একে একে সবাই সঙ্গ ছাড়ছে।
কবিতাও আমায় আগের মত ভালবাসেনা,
একবার লিখলে আর কিছুতেই আসেনা।
উভয়ের মধ্যে যখন নেই বিশ্বাস,
কি লাভ টেনে সম্পর্কের রাশ?
যখন নেই শ্রদ্ধা আর ভক্তি,
একে অপরকে দিলেই হয় মুক্তি।
যতসব ফিল্মস্টার,ক্রিকেটার আর সেলিব্রিটি;
ঘোষণা করছে তাদের দাম্পত্যের ইতি।
অবশেষে কাটিয়ে উঠে সব বিধিনিষেধ,
করেছি কবিতার সঙ্গে বিবাহ বিচ্ছেদ।
আমি দিইনা তাকে কোন দোষ,
সারা জীবন দিতে রাজি খোরপোষ।