কবিতা যে কি শুধুমাত্র কবিই জানে,
তাইতো সে কলম চালায় কাগজের মাঝখানে।
কবির বুকে জমা গোপন বিরহ ব্যথা,
বাইরে বেরিয়ে এলে তার নামই কবিতা।
কবিতা হল কল্পনার সেই কল্পতরু উৎসব,
যা রঙিন করে সাদা কালো বাস্তব।
কবিতা হল মস্তিষ্ক আর হৃদয়ের সংঘাত,
যেই জয়লাভ করুক কবিরই হয় রক্তপাত।
কবিতা হল মন খারাপের ধন্বন্তরি ঔষধ,
কবির মনে মজুত করা সাহিত্যের রসদ।
কবিতা হল নিষিদ্ধ আফিমের নেশার মাদকতা,
কবির সঙ্গে তার প্রেমিকার করা বিশ্বাসঘাতকতা।
কবিতা হল কবির মত প্রকাশের স্বাধীনতা,
অন্যায়ের বিরুদ্ধে তার রুখে দাঁড়ানোর প্রবণতা।
কবিতা কবিকে তার নিঃসঙ্গতায় সঙ্গ জোগায়,
কাব্যরসের সুরার বোতল খুলে পেগ বানায়।
কবিতা হতাশার অন্ধকারে আশার আলো দেখায়,
কবির স্বপ্নকে বাস্তবে পরিণত করতে শেখায়।
একবার ঢিল ছুঁড়ে মারলে কবিতারে মৌচাকে,
ছন্দের মৌমাছি ছুটে আসে ঝাঁকে ঝাঁকে।
কবিতা সবসময় দলে দলে ঘুরে বেড়ায়,
একটি লিখলে বাকীগুলি থাকে লেখার অপেক্ষায়।
কবিতা কবিকে তার সম্মোহনী মায়াজালে জড়ায়,
বোবা অনুভূতিগুলিকে শব্দের ভাষায় প্রকাশ করায়।
কবিতা হল বাসরঘরের সেই লাজুক নববধূ,
যে কবিকে পান করায় রূপের মধু।
কবিতা হল পৃথিবীর একমাত্র বাধ্য নারী,
যে কবির জন্য টাঙায় রাতে মশারি।