ঝগড়া করে আমাকে দিয়ে আড়ি,
কবিতা চলে গেছে বাপের বাড়ি।
সে আমাকে মনে করে না,
কল করলেও ফোন ধরে না।
রান্না না করতে পারায় ছন্দ,
তাকে সেদিন করেছিলাম ইচ্ছামত গালমন্দ।
সে তার মুখটা করে ভার,
বলে গেল আসবে না আর।
ফাঁকা হয়ে গেছে আমার মাথা,
ছড়িয়ে ছিটিয়ে আছে ডাইরির পাতা।
কাকুতি-মিনতি করেও হয়নি সমস্যার সমাধান,
ভাঙতে পারলাম না তার অভিমান।
যদি না কমে তার জেদ,
হয়ে যেতে পারে আমার বিবাহবিচ্ছেদ।
যে শব্দরা করত আমায় সমীহ,
তারা সবাই আজ করেছে বিদ্রোহ।
শুকিয়ে গেছে আমার কল্পনার নদী,
আমাকে গ্রাস করেছে কাব্যমান্দ্য ব্যাধি।