আমি যতই থাকি না দূরে সরে,
কবিতা আমায় ঠিকই খুঁজে বের করে।
আমি লিখি না,সে আমায় লেখায়;
আমি দেখি না,সে আমায় দেখায়।
বন্ধ হয়ে গেলে আমার দু'চোখের পাতা,
রাত্রিবেলা সে কানে কানে বলে কথা।
সে আমাকে শক্ত করে ধরে জাপটে,
তার সিঁদুর আমার গালে যায় লেপ্টে।
সকালে যখন আমার ঘুম ভেঙ্গে যায়,
সে রোদ হয়ে আসে আমার জানালায়।
সে আমায় প্রতিদিন জোগায় বাঁচার আশা,
সে আমার কলমে দেয় প্রতিবাদের ভাষা।
সে আমার একমাত্র ভরসা আর বিশ্বাস,
সে আমার ঘাড়ে ফেলে গরম নিঃশ্বাস।
সে আমার জীবনে সৃষ্টি সুখের উল্লাস,
তাকে নিয়ে আমি করি বসন্ত বিলাস।
সে আমায় সরবরাহ করে অনুপ্রেরণার রসদ,
যাতে আমি আরোহণ করি কল্পনার মসনদ।
শুনে তার পায়ের ঐ নূপুরের ঝংকার,
আমি কাব্য সাধনায় নিজেকে করি উজাড়।
দেখে তার ঐ মেহেন্দি আঁকা হাত,
আমি পংক্তি বুনি চালিয়ে ছন্দের তাঁত।