কলমের সূচ আর ছন্দের সুতোয় ভাষার মালা গাঁথা,
আমার মত অখ্যাত কবির কাছে ইহার নাম কবিতা।
আমার কবিতার কথা কেউ কোনদিন মনে রাখেনা,
কোথাও কোন কবি সম্মেলনে তাই আমায় ডাকেনা।
আমার বই কখনও বের হয়না বইমেলার বিকেলে,
মডার্ন কবির কাছে আমার কবিতা বড্ড সেকেলে।
সমালোচকদের মতে এসব নিছক শিশুপাঠ্য ছড়া,
এর চেয়ে ভালো হত আমি ভাজতাম ডালের বড়া।
কবিকে প্রশ্ন না করে বুঝলে কবিতার বিষয়বস্তুটা,
তাহলে সেটা আবার কি এমন আহামরি কবিতা?!
কোটি কোটি কবির সঙ্গে করতে হয় প্রতিযোগিতা,
গোদের উপর বিষফোঁড়া পরিবারের অসহযোগিতা।
কবিতা লিখে আজ অবধি হয়নি দু'পয়সা উপার্জন,
বিনিময়ে দিয়েছি ক্ষুধা-তৃষ্ণা-আহার-নিদ্রা বিসর্জন।
উপেক্ষা-উপহাসের আসরে বাঁচার উপায় খোঁজা,
তাই হয়ত লোকে বলে কবি হওয়া নয়তো সোজা।