এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সান্ত্বনা,
মা যখন বলতো,"কিচ্ছু হবে না"।
ছোটবেলায় হাঁটা শিখতে আমি পড়ে গেলে,
মা টেনে তুলতো এই কথা বলে।
লিখতে গিয়ে যখন পেন্সিল ভেঙে যেতো,
মা বাবাকে বলে পেন্সিল কিনে দিতো।
স্কুলের পরীক্ষার ফলাফল খারাপ হতো যবে,
মা বলতো,"আগামীবার নিশ্চয়ই ভালো হবে"।
মাঝেমাঝে যখন আমার শরীর হতো খারাপ,
মা বলতো,"আমার কোলে ঘুমিয়ে থাক"।
পড়াশুনা শেষ করে যখন ফেলতাম দীর্ঘশ্বাস,
আমার চাকুরীর ব্যাপারে ছিলো মা'র বিশ্বাস।
একদিন যখন আমি ঘরে বউ আনলাম,
বিবাহের লাড্ডু হঠাৎ হয়ে গেলো চুইংগাম।
আজ আমি বাবা মা আমার মেয়ে,
মা বসে থাকে আমার পথ চেয়ে।
এখন আমি কথায় কথায় দিই ভাষণ,
মা ভুল করলে করি মৃদু শাসন।
মা'র শরীর যখন ভালো থাকে না,
আমি বলি,"মা কিচ্ছু হবে না"।