তুমি যদি মাধবীলতা আমি বাগানবিলাস,
তুমি যদি দ্বন্দ্ব হও আমি তৎপুরুষ সমাস।
আমার ভাগ্যলিপিতে তুমি যে নেই লেখা,
কি তোমার নাম কর্ণফুলি না সুবর্ণরেখা?
যেদিন বুঝলাম হল বিনা মেঘে বজ্রবর্ষণ,
তোমার প্রতি এ যেন প্রেমের মাধ্যাকর্ষণ।
ভবসাগরে আমাকে গ্রাস করলো ক্লীবতা,
আজ বেঁচে ফিরেছি কাজে লাগিয়ে প্লবতা।
তোমাকে নিবেদন করেছি গানের বন্দিশ,
একদিন ঠিক খুঁজে পাবো তোমার হদিশ।
আষাঢ় মাসের গুঁড়ি বৃষ্টির বিকালবেলায়,
তুমি শাড়ির আঁচল সামলাও খার্চিমেলায়।
বিহু নৃত্যের কোমর দোলানো উন্মত্ততায়,
তুমি তৃষ্ণা মিটাও তাম্বুল রসের সিক্ততায়।
সারাদেশ যখন গুরুনানক জয়ন্তী মানায়,
তুমি খাবার পরিবেশন কর লঙ্গরখানায়।
কাশ্মীরি কন্যা রূপে ডাল হ্রদের কিনারায়,
তুমি পর্যটকদের চড়াও তোমার শিকারায়।
পাকিস্তানের সীমান্তবর্তী পাখতুন প্রদেশে,
তুমি-কাবুলিওয়ালার বাঙালি বউএর বেশে।
ইরাক-সিরিয়ায় ইসলামিক স্টেইটের ভয়ে,
তুমি-ইয়াজিদি নারী রূপে যৌনদাসী হয়ে।
তুমি মালিনী রূপে ছিলে মা'বাবার আদুরে,
কেন নলিনী হয়ে মরলে শ্রীপেরামবুদুরে?
তেপান্তরের মাঠ-সাত সমুদ্র-তেরো নদী,
দু'চোখ বুজে তাই খুঁজি তোমায় নিরবধি।