তুমি শতরূপা সান্যাল,আমি অভিজিৎ দাস;
একে অপরের পাশে থাকার দিয়েছিলাম আশ্বাস।
আমি ছিলাম পাখি,তুমি আমার আকাশ;
উড়ে বেড়াতাম যখন বইতো বসন্তের বাতাস।
ফাঁকি দিয়ে কলেজের ইংলিশ অনার্সের ক্লাস,
পার্কে বসে একসঙ্গে করেছিলাম টাইম পাস।
একদিন তোমার ঘাড়ে আমি ফেলে নিঃশ্বাস,
তোমার চুলে গুঁজে দিয়েছিলাম লাল পলাশ।
তোমার বিবাহের তাড়া,আমার বেকারত্বের দীর্ঘশ্বাস;
তুমি অপেক্ষা করতে পারোনি কয়েকটি মাস।
আমি সেদিন হয়েছিলাম বিষণ্ণ আর হতাশ,
যেদিন তুমি ভেঙ্গে দিয়েছিলে আমার বিশ্বাস।
হাতে নিয়ে অ্যালকোহল ভর্তি কাঁচের গ্লাস,
আমি সংসার থেকে গ্রহণ করেছি সন্ন্যাস।
তোমার স্মৃতি বুকে আকড়ে ধরে একরাশ,
আমি বেঁচে আছি হয়ে জীবন্ত লাশ।
আজ পুনরাবৃত্ত হতে চলেছে বিগত ইতিহাস,
তোমার উপর নেমে এসেছে নিয়তির পরিহাস।
কেমন আছো ক্রাশ?