মাথাকে যদি প্রশ্ন করি কেমন আছো?
সে উত্তর দেয়,"আমার ভীষণ ব্যথা,
আমাকে যে ভাবতে হয় সবার কথা"।
চোখকে যদি প্রশ্ন করি কেমন আছো?
সে উত্তর দেয়,"আমি খুব দুর্বল,
আমাকে যে ফেলতে হয় শুধুই জল"।
নাককে যদি প্রশ্ন করি কেমন আছো?
সে উত্তর দেয়,"আমার বড়ই কষ্ট,
আমি ডাকলে হয় সবার ঘুম নষ্ট"।
কানকে যদি প্রশ্ন করি কেমন আছো?
সে উত্তর দেয়,"আমি বধির নই,
তবু সব শুনেও না শুনে রই"।
মুখকে যদি প্রশ্ন করি কেমন আছো?
সে উত্তর দেয়,"আমার বদনাম খুব,
আমি কিছুতেই যে থাকতে পারিনা চুপ"।
পেটকে যদি প্রশ্ন করি কেমন আছো?
সে উত্তর দেয়,"আমি খুব খারাপ,
ঠিকমতো হয় না আমার খাবার পরিপাক"।
হাতকে যদি প্রশ্ন করি কেমন আছো?
সে উত্তর দেয়,"আমি এতো চুলকাই,
তবু আমার ভাগ্যে টাকার দেখা নাই"।
পাকে যদি প্রশ্ন করি কেমন আছো?
সে উত্তর দেয়,"আমার বৃথা পরিচয়,
আজীবন শুধু করেছি জুতোর তলা ক্ষয়"।