পৌষ মাসের সঙ্গে আপোষ করে যখন লেপে ঢুকি,
মোর ভবঘুরে ভাবনাগুলি তখন মারে মাথায় উঁকি।
হাড় হিম করা শীতের প্রভাবে বন্ধ মগজের ছিপি,
শব্দভাণ্ডারের অভাবে আজ ক্ষতবিক্ষত পাণ্ডুলিপি।
কুয়াশা ভেজা কল্পনার আগুনে নেই কোন শিখা,
সর্বদা তাড়া করছে অস্তিত্ব সংকটের বিভীষিকা।
নাবিকবন্ধু ধ্রুবতারা আমায় দেখায়না কোন দিশা,
কবিতার আকাশে বিরাজ করছে ঘোর অমানিশা।
বালির তাপে তপ্ত যেমন সাহারা-কালাহারি-গোবি,
কলমের কালির বিলাপে আমি এক অভিশপ্ত কবি।
সংসারের চোরাবালিতে ফেঁসে করছি বাঁচার লড়াই,
কিভাবে আমি করবো বলো খ্যাতি পর্বতের চড়াই?
পৃষ্ঠপোষকের অনুপস্থিতিতে পণ্ড নামকরণ অনুষ্ঠান,
তাই আজ আমার কবিতার নাম দিয়েছি শূণ্যস্থান।
বন্ধু যদি পারো একখানা নাম যোগাড় করে দিও,
সেই শিরোনাম বসিয়ে শূণ্যস্থান পূরণ করে নিও।