কবিতা ঠিক নির্বোধ প্রেমিকার মতোই অবাধ্য,
একবার বেঁকে বসলে তাকে মানানো দু:সাধ্য।
কবিতা স্ত্রীর মতোই ফিরে তাকায় না,
বাপের বাড়ি গেলে আসতে চায় না।
আমি অপমানিত কবি,তুমি সম্মানিত শ্রোতা;
আমাদের দু'জনের মাঝে সম্পর্ক হচ্ছে মিথোজীবিতা।
কবিতা লিখে তোমাকে করতে গিয়ে মুগ্ধ,
আমার ভাষা প্রায়শ:ই হয়ে যায় বাকরুদ্ধ।
আমার শব্দকে যখন গ্রাস করে মৌনতা,
আমাকে কবিতার মাঝে আনতে হয় যৌনতা।
কবিতা রাসায়নিক নয় বরং মানসিক বিক্রিয়া,
যার একটি প্রধান উপাদান হলো পরকীয়া।
ভাঙতে আমার মস্তিষ্কের জড়তার বন্ধ ফটক,
আমাকে প্রয়োগ করতে হয় যৌনতার অনুঘটক।
যখন মনে আসে না কবিতার বিষয়,
বাধ্য হয়েই নিতে হয় যৌনতার আশ্রয়।
আমার কবিতার যখন ধরা পড়ে থাইরয়েড,
আমাকে প্রয়োগ করতে হয় যৌনতার স্টেরয়েড।
আমার কবিতা যখন হয়ে যায় বুড়ি,
দিতে হয় আঙ্গুল দিয়ে যৌনতার সুড়সুড়ি।
যতই আমি চেষ্টা করি থাকতে সতর্ক,
আমার কবিতা থেকে তৈরি হয় বিতর্ক।
আমার কবিতা যখন যৌনতার আবেশে গোঙায়,
নিন্দুক আর সমালোচকেরা তাদের চোখ রাঙায়।
জানি আগামীকাল আমাকে হতে গেলে প্রসিদ্ধ,
আজ আমাকে যে হতেই হবে নিষিদ্ধ।