প্রিয় কবিতা,
তুমি কোথায় হারিয়ে গেছো?
আমায় যে একেবারে ভুলেই গেছো।
আমি তোমার পথ চেয়ে থাকি দিবানিশি,
তোমার বিরহে আমার কলম আজ উদাসী।
তুমি আমার নিঃসঙ্গ একাকীত্বের সহচরী,
অভিধানের পাতা উল্টে শব্দ চয়ন করি।
তোমার খোঁজে যখন বের হই মৃগয়ায়।
চোখদুটি পড়ে তুমিরূপী কোন কন্যায়।
তোমার আদিম-অস্থির-অপ্রতিরোধ্য গতি,
আমার প্রেমে ধরা দিতে জানায় অসম্মতি।
তোমার অধরা দেহে যৌবন ডেকেছে বাণ,
ঐ মোহিনী রূপ দেখে আমি হারাই জ্ঞান।
আবেশ কেটে যখন ফিরে আসে আমার সম্বিৎ,
দেখি সবুজ ঘাসের উপর আমি হয়ে আছি চিত।
তোমায় এত কাছে পেয়ে হারিয়ে বনের পথে,
আমি শক্ত পাথরে মাথা ঠুকি ব্যর্থ মনোরথে।
স্মৃতি রোমন্থনে ভেসে উঠে তোমার স্পষ্ট ছবি,
তুমি ছাড়া আমি আজ এক কবিতাহারা কবি।