চোখে দেখে সবাই,লিখতে পারে কয়জন?
কানে শুনে সবাই,শিখতে পারে কয়জন?
অনুভব করে সবাই,বলতে পারে কয়জন?
উপভোগ করে সবাই,হৃদয়ঙ্গম করে কয়জন?
ব্যবহার করে সবাই,বিশ্বাস করে কয়জন?
সহ্য করে সবাই,প্রতিবাদ করে কয়জন?
স্বপ্ন দেখে সবাই,কাজ করে কয়জন?
কল্পনা করে সবাই,বাস্তব করে কয়জন?
পেতে চায় সবাই,দিতে চায় কয়জন?
আশা করে সবাই,পূরণ করে কয়জন?
প্রেম করে সবাই,প্রকৃত ভালবাসে কয়জন?
বিশ্রাম করে সবাই,পরিশ্রম করে কয়জন?
তীর্থে যায় সবাই,ঈশ্বরকে পায় কয়জন?
ছেড়ে যায় সবাই,পাশে থাকে কয়জন?
পর হয় সবাই,আপন হয় কয়জন?
মানুষ হয় সবাই,কবি হয় কয়জন?
"বাংলা কবিতা স্মারক"