শরৎ আর হেমন্তের পকেট খরচ অতীত,
দরজায় কড়া নাড়ছে জমানোর ঋতু শীত।
ঠান্ডায় নদীর জল জমে হবে বরফ,
শিশু আর বৃদ্ধদের বুকে জমবে কফ।
জমে যাবে মায়ের নারকেল তেলের কৌটা,
কালি জমে চলবে না কবির কলমটা।
খেজুরের রস জমে পূর্ণ হবে হাড়ি,
বিরহ জমে প্যাঁচার গলা হবে ভারী।
মাইকে জমে উঠবে হরিনাম সংকীর্তনের আসর,
সানাইয়ের সুরে জমে যাবে বিবাহ বাসর।
লেপের ভেতর জমে উঠবে নবদম্পতির মিলন,
নৈশালোকে খোলা মাঠে জমে যাবে ব্যাডমিন্টন।
আকাশে কুয়াশা জমে সূর্য ঢেকে দেবে,
শিশির জমে ঘাস ভিজিয়ে দিয়ে যাবে।
ডিজে গানের চটুল নাচে জমবে বনভোজন,
সঙ্গে জমবে হাঁসের মাংস রান্নার আয়োজন।
লালি গুড়ে জমে উঠবে চিতই পিঠা,
নুন আর লংকা দিয়ে জমবে চালতা।
বিকেলবেলা জমে উঠবে পাড়ার ক্রিকেট খেলা,
মানুষের ভিড়ে জমবে মকর সংক্রান্তির মেলা।