দোহাই দেবরাজ ইন্দ্র,দোহাই দেবতা বরুণ;
এবার ত্রিপুরাবাসীর উপর আপনারা কৃপা করুন।
চেয়েছিলাম বৃষ্টি কিন্তু দিয়ে দিলেন বন্যা,
বর্ষাকে এবার ফিরিয়ে নিয়ে যান না।
হে সূর্যদেব,দয়া করে দেখা দিন;
রোদ্দুর দিয়ে সব জল শুষে নিন।
নষ্ট হয়ে গেছে আজ প্রকৃতির ভারসাম্য,
শরৎ ঋতুতে কি বর্ষার প্রত্যাবর্তন কাম্য?!
আকাশ জুড়ে ঘন কালো মেঘের ঘনঘটা,
কখনো ইলশেগুঁড়ি কখনো মুষলধারে বৃষ্টির ফোঁটা।
প্রায় সব নদীই বইছে বিপদসীমার উপরে,
বন্যার জল এসে ঢুকছে মানুষের বাড়িঘরে।
ছবির মত সুন্দর আমার আগরতলা শহর,
যেন আজ হয়ে উঠেছে একটা জলবন্দর।
প্রযুক্তির অহংকারে অন্ধ মানুষকে বানিয়ে বোকা,
আসাম আগরতলা রোডের উপর চলছে নৌকা।
অসাধু ব্যবসায়ীরা সুযোগের সদ্ব্যবহার করতে গিয়ে,
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিয়েছে বাড়িয়ে।
চারিদিকে বিরাজ করছে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা,
মানব সভ্যতাকে হারিয়ে বিজয়ী জল সভ্যতা।