প্রতিদিন মিথ্যা অভিনয় করার পরে,
যখন আয়নার সামনে গিয়ে বসি;
ভাবি অভিনেতা হতে পেরেছি কি?
স্বরচিত কবিতা রচনা করার পরে,
যখন কলমটা পকেটে ঢুকিয়ে রাখি;
ভাবি কবি হতে পেরেছি কি?
স্টারমেকার অ্যাপে গান গাওয়ার পরে,
যখন মানুষের ভালোবাসার হই সাক্ষী;
ভাবি গায়ক হতে পেরেছি কি?
অফিসের কাজে মাথা ধরার পরে,
যখন ক্যান্টিনে পান করি কফি;
ভাবি কর্মচারী হতে পেরেছি কি?
প্রিয়জনের কথায় ক্ষতবিক্ষত হওয়ার পরে,
যখন মুখে কৃত্রিম হাসিখানা হাসি;
ভাবি সুখী হতে পেরেছি কি?
ছেলেকে গৃহশিক্ষকের বাড়ি পৌঁছানোর পরে,
যখন বাইরে ঠায় দাঁড়িয়ে থাকি;
ভাবি বাবা হতে পেরেছি কি?
পিতামাতার ঔষধ এনে দেওয়ার পরে,
যখন খেয়েছে কিনা জিজ্ঞেস করি;
ভাবি ছেলে হতে পেরেছি কি?
ভগবানের সঙ্গে অভিমান করার পরে,
যখন মাটিতে দণ্ডবৎ প্রণাম ঠুকি;
ভাবি ভক্ত হতে পেরেছি কি?
চল্লিশটি রঙিন বসন্ত পেরোনোর পরে,
যখন পেছনে ফিরে তাকিয়ে দেখি;
ভাবি জীবনে আমি করেছি কি?