পাটিগণিত,বীজগণিত আর জ্যামিতি আজ অতীত;
এদের স্থান দখল করেছে জীবন গণিত।
এর অসংখ্য সূত্র আর বিশাল সিলেবাস,
তাই পড়াশোনা করতে হয় বারো মাস।
শিক্ষা শেষ করে ছাত্রজীবনকে জানালে বিদায়,
সবাইকে বাধ্যতামূলকভাবে এই কোর্স করতে হয়।
যার পাওয়া যায় না কোন পাঠ্যবই,
তাই চারিদিকে এতো গন্ডগোল আর হইচই।
যা পড়ানো হয় না কোন স্কুলে,
দেখে লেখা যায় না খাতা খুলে।
এর নেই কোচিং কিংবা প্রাইভেট টিউটর,
নির্ভর করতে হয় নিজের অভিজ্ঞতার উপর।
এর নেই কোন লাস্ট মিনিট সাজেশন,
তাই পরীক্ষায় পাশ করা নয় আসান।
যারা সারা বছর শুধুই ফাঁকি দেয়,
তারা পৃথিবী থেকে অকালে বিদায় নেয়।
জীবন গণিতের সমাধান বের করতে গিয়ে,
একদিন জীবনটাই হঠাৎ করে যায় ফুরিয়ে।