সকাল থেকে সন্ধ্যা অবধি,
সারাক্ষণ ডাকিস তুই ঝিঁঝিঁ।
রাস্তার কিনারে কোন ঝোপঝাড়ে,
তুই চিৎকার করিস একনাগারে।
চারিদিক হয়ে গেলে নিস্তব্ধ,
শোনা যায় তোর শব্দ।
তোর কি নেই কাজ?
শুধুই করিস একই আওয়াজ।
তোর মুখে নেই রস,
তুই কেন এতো কর্কশ?
তুই দিস না খাজনা,
তাই করিস খালি গানবাজনা।
কোথা থেকে পাস তাকত,
দিনরাত বাজাতে বিয়ের নহবত।
জানি তুই নিশাচর পতঙ্গ,
মোদের নিদ্রা করিস ভঙ্গ।
যখন তুই হস ক্লান্ত,
তখনই শুধু হস শান্ত।
তোর নেই স্থায়ী ঠিকানা,
যেখানে সেখানে গড়িস আস্তানা।