যে রবি আজ পর্যন্ত হয়নি অস্ত,
তার উপর ছিল দেবী সরস্বতীর হস্ত।
যে রবির উপর কখনো লাগেনি গ্রহণ,
তাকে সমগ্র সাহিত্য জগৎ করে স্মরণ।
যে রবির উজ্জ্বলতা কখনো হয়নি ম্লান,
তিনি রচনা করে গেছেন রবীন্দ্রসঙ্গীত গান।
যে রবির নিবাস ছিল জমিদারবাড়ি,জোড়াসাঁকো;
তিনি ছিলেন কাদম্বরী দেবীর আদরের ঠাকুরপো।
যে রবির সহধর্মিনী ছিলেন দেবী মৃণালিনী,
যাকে হারিয়ে 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থ লিখলেন তিনি।
যে রবি লিখেছিলেন তার কাব্যগ্রন্থ 'ভগ্নহৃদয়',
তিনি করেছিলেন বীরচন্দ্র মানিক্যের মন জয়।
যে রবির ত্রিপুরায় আসাযাওয়া ছিল বারোমাস,
তিনি রচনা করেছিলেন বিখ্যাত 'রাজর্ষি' উপন্যাস।
যে রবি বোলপুরে প্রতিষ্ঠা করেছিলেন শান্তিনিকেতন,
যেখানে প্রকৃতির কোলে হয় পঠন পাঠন।
যে রবি সাহিত্যে পেয়েছিলেন নোবেল পুরস্কার,
তিনি কারো একার নন,তিনি সবার।
২৫শে বৈশাখ জন্মগ্রহণ করেন যে রবি,
তিনি শুধু বাংলার নন,তিনি বিশ্বকবি।