গতকাল বৃষ্টি হয়েছিল নদীর উজানে,
বিদ্যুৎ চলে গিয়েছিল ঝড় তুফানে।
সারারাত যাবৎ নেমেছে যে ঢল,
ফলে বাড়ির উঠানে উঠেছে জল।
এই জল তোমার আর আমার,
যেন দু'জনে মিলেমিশে হয়েছি একাকার।
এমন দিনে হলে মোদের বিয়ে,
আমি আসতাম ধুতি উপরে উঠিয়ে।
গেইট ধরে ক্লান্ত তোমার বোন,
তোমার ভাই হয়তো উড়াতো ড্রোন।
বরণডালা সাজিয়ে নিয়ে তোমার মা,
অধীর আগ্রহে করত আমার অপেক্ষা।
তোমার বাবার কপালে চিন্তার ভাঁজ,
কিভাবে সম্পন্ন হবে শুভ কাজ।
তোমার হাতে শুকিয়ে যেত মেহেন্দি,
আমি আটকা পড়তাম হয়ে জলবন্দী।
তোমার বাড়ির এত এলাহী আয়োজন,
আমার দেরিতে হয়ে যেত ছন্দপতন।
বাজতে বাজতে থেমে যেত সানাই,
একি কাণ্ড! বরের দেখা নাই।
উদ্ধারকারী নৌকা এসে করলে উদ্ধার,
তোমার গলায় পরাতে পারতাম হার।
উভয়ের মিলন হয়ে উঠত মধুর,
খেয়ে বন্যায় বিতরণ করা চিড়া-গুড়।