আমার নাম ইছামতী নদী,
ইচ্ছাগুলিকে দিয়েছি সলিল সমাধি।
যখন আসে ভীষণ গ্রীষ্মকাল,
আমি হয়ে উঠি নাজেহাল।
চারিদিকে বিরাজ করে দাবদাহ,
গলে যায় পাহাড়ের হিমবাহ।
বর্ষাকালে আমার আসে যৌবন,
দু'কূল ভাসিয়ে ঘটাই প্লাবন।
বিপদসীমার উপর বইলে জলস্তর,
বেড়ে যায় আমার কদর।
শরৎ যখন আসে ফিরে,
আমি হারাই কাশফুলের ভিড়ে।
আমার পাড়ে যাদের বাড়ি,
ছুটে আসে পুরুষ নারী।
যখন পড়ে হেমন্তের কুয়াশা,
আমি অনুভব করি ভালোবাসা।
কৃষক ছড়িয়ে নবান্নের আঘ্রাণ,
নৌকা দিয়ে নেয় ধান।
শীত আসলে সম্পূর্ণ শুকিয়ে,
আমি থাকি মুখ লুকিয়ে।
ভেসে উঠে বালির শহর,
দেখা দেয় আমার চর।
যখন আসে মিলনের বসন্ত,
আমার বিরহের হয় অন্ত।
গাছে বসে ডাকে কোকিল,
সেজে ওঠে প্রকৃতির মাহফিল।