দোল পূর্ণিমায় হোলি খেলার ছলে,
যদি দেখা করি যমুনার কূলে;
তুমি কি অপেক্ষা করবে তাহলে?
দোল পূর্ণিমায় হোলি খেলার ছলে,
যদি ধরি তোমার শাড়ির আঁচলে;
তুমি কি আপত্তি করবে তাহলে?
দোল পূর্ণিমায় হোলি খেলার ছলে,
যদি মনের কথা দিই বলে;
তুমি কি সব শুনবে তাহলে?
দোল পূর্ণিমায় হোলি খেলার ছলে,
যদি আবির লাগাই তোমার চুলে;
তুমি কি খোঁঁপা খুলবে তাহলে?
দোল পূর্ণিমায় হোলি খেলার ছলে,
যদি তোমায় ভিজাই পিচকারির জলে;
তুমি কি রাগ করবে তাহলে?
দোল পূর্ণিমায় হোলি খেলার ছলে,
যদি মদ মেশাই শরবতের বোতলে;
তুমি কি পান করবে তাহলে?
দোল পূর্ণিমায় হোলি খেলার ছলে,
যদি নাম লেখাই মাতালদের দলে;
তুমি কি অনুমতি দেবে তাহলে?
দোল পূর্ণিমায় হোলি খেলার ছলে,
যদি লিপ্ত হই কলহের কোলাহলে;
তুমি কি ভয় পাবে তাহলে?
দোল পূর্ণিমায় হোলি খেলার ছলে,
যদি তোমায় জড়িয়ে ধরি গলে;
তুমি কি লজ্জা পাবে তাহলে?
দোল পূর্ণিমায় হোলি খেলার ছলে,
যদি চুমু খাই তোমার গালে;
তুমি কি উপভোগ করবে তাহলে?
দোল পূর্ণিমায় হোলি খেলার ছলে,
যদি তোমায় তুলে নিই কোলে;
তুমি কি বাধা দেবে তাহলে?
দোল পূর্ণিমায় হোলি খেলার ছলে,
যদি তোমার শ্লীলতাহানি করি ভুলে;
তুমি কি ক্ষমা করবে তাহলে?
দোল পূর্ণিমায় হোলি খেলার ছলে,
যদি সিঁদুর পরাই তোমার কপালে;
তুমি কি আমার হবে তাহলে?