অন্য ঋতুর মতো আমি নই পয়মন্ত,
আমি ঋতুচক্রের সবচেয়ে উপেক্ষিত ঋতু হেমন্ত।
অন্য ঋতুর তুলনায় আমি প্রচার বিমুখ,
তাই কবি সাহিত্যিকেরা আমাকে নিয়ে চুপ।
সবাই শরতের কাশফুল নিয়ে মেতে থাকে,
আমার ছাতিম ফুলের খবর ক'জনই রাখে?
সবাই উপভোগ করে শরতের শিউলির ঘ্রাণ,
আমি বয়ে আনি সোনালী ফসলের ফরমান।
মাঝি করুণ সুরে গায় ভাটিয়ালি গান,
কৃষক নৌকা দিয়ে পারাপার করে ধান।
আমি শরৎ আর শীতের মাঝে সেতুবন্ধন,
নতুন চাল দিয়ে করি নবান্ন রন্ধন।
ভোরের আলোয় যখন অবসান ঘটে নিশির,
সবুজ ঘাসে জমে বিন্দু বিন্দু শিশির।
নাতিশীতোষ্ণ শরতের বিদায়ের পরে আমার ছোঁয়ায়,
উদীয়মান সূর্য ঢাকা পড়ে হালকা কুয়াশায়।
আমি যখন বহন করি শীতের পূর্বাভাস,
আমার আয়ু ধীরে ধীরে হয় হ্রাস।
প্রথম রাতে ফ্যান,শেষ রাতে কাঁথা;
এভাবেই রচিত হয় আমার অনুচ্চারিত গাথা।