কতকাল নিচ্ছি শ্বাস তবু মিটছেনা যে আশ,
বাসনার বিস্তীর্ণ বালুচরে বসন্ত বারোমাস।
ঘুরছে পৃথিবী-কাটছে সময়-হচ্ছে দিনরাত্র,
তবু মনে হয় বয়সতো একটা সংখ্যা মাত্র।
এর চেয়ে ভালো হতাম যদি আমি গোলাপ,
তোমার সাথে হত দেখাসাক্ষাৎ আর আলাপ।
সুবাসিত করে রাখতাম তোমার মনের ভুবন,
আমাকে শুঁকতে গেলে পেতাম তোমার চুম্বন।
আমার নির্যাসে নির্মিত সুগন্ধি গোলাপজল,
মুখমন্ডলে লাগিয়ে তাড়াতে রুক্ষতা সকল।
আমার গাছে তোমার আলতো ছোঁয়া পেলে,
ঝরে পরতাম তোমার উপর পাপড়ি ফেলে।
তোমার জন্য দিতে পারতাম জীবন বলিদান,
যদি আমাকে দিতে তোমার ঐ খোঁপায় স্থান।
কাঁটার জন্য তোমার কাছে যতই হই বদনাম,
ভালোবাসা দিবসে তুমি বুঝতে আমার দাম।
সানাইয়ের সুরে সিক্ত শীতের ছাদনাতলায়,
বিবাহের মালায় ফুল হতাম তোমার গলায়।
বাসর রাতে মিলন তিথির মায়াবী জোছনায়,
ছড়িয়ে ছিটিয়ে থাকতাম তোমার বিছানায়।