অবশেষে এসে উপস্থিত হয়েছে ফাগুন,
বসন্তের বিরহে হয়েছি আমি খুন।
জানা থাকলে হারিয়ে যাওয়ার ঠিকানা,
নিরুদ্দেশ হয়ে যেতে নেই মানা।
আমি হারিয়ে যাই কোকিলের ডাকে,
নাম না জানা নদীর বাঁকে।
আমি হারিয়ে যাই লাল পলাশে,
যৌবনের আগুন লাগানো মাতাল বাতাসে।
আমি হারিয়ে যাই নতুন ফ্যাশানে,
চোখ ধাঁধানো স্প্রিং সামার কালেকশানে।
আমি হারিয়ে যাই প্রিয়তমার মুখে,
তার গভীর খাঁজওয়ালা দুইটি বুকে।
আমি হারিয়ে যাই আমের মুকুলে,
নিশি রাতে ফোটা বকুল ফুলে।
আমি হারিয়ে যাই অন্ধ ভক্তিতে,
মহা শিবরাত্রি ব্রতের দৃঢ় ইচ্ছাশক্তিতে।
আমি হারিয়ে যাই কবিতার ছন্দে,
বসন্তোৎসবে হোলি খেলার অনাবিল আনন্দে।
আমি হারিয়ে যাই গাজনের গানে,
কল্কিতে ভরা গাঁজার ধোঁয়ার সুখটানে।
আমি হারিয়ে যাই চরকের মেলায়,
বাড়ি ফিরে আসি বিকেল বেলায়।