অফিসে সারাবছর কাজের চাপ,
চোখেমুখে ফেলে ক্লান্তির ছাপ।
যখন একঘেয়ে লাগে জীবন,
অস্থির হয়ে উঠে মন।
উইকেন্ডে যখন আসে রবিবারখানি,
শুধু দেয় বেড়ানোর হাতছানি।
দু’দিকে লাগিয়ে দুই ডানা,
হারিয়ে যেতে নেই মানা।
অবসান ঘটিয়ে সব জল্পনা,
চূড়ান্ত করেছি ভ্রমণের পরিকল্পনা।
টিকিট কেটে দিন গোনা,
ডাক দিচ্ছে ছুটির ঠিকানা।
গুছিয়ে নিয়ে ট্র্যাভেল ব্যাগ,
সবাই মিলে করবো গৃহত্যাগ।
উড়োজাহাজ উড়বে যখন আকাশে,
মেতে উঠবো মুক্তির উল্লাসে।
দোরগোড়ায় এসে হাজির দুর্গোৎসব,
চারিদিকে সাজো সাজো রব।
প্রিয়তমা ত্রিপুরা থেকে দূরে,
দুর্গাপুজো কাটাবো এবার দুর্গাপুরে।
যেমন পরিযায়ী পাখির দল,
করতে আসে হাওয়া বদল।